Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:৫৫

সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

ময়মনসিংহ: জেলায় গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের সঙ্গে খারাপ আচরণ, কটূক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এতে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে সকল ধরনের যানচলাচল বন্ধ করে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে শ্রমিকরা। পরে প্রশাসন ও মোটর মালিক সমিতির নেতাদের দফায় দফায় আলোচনা করে আমিনুল হক শামীম পরিচালিত ১৬টি ইউনাইটেড বাস বন্ধের সিদ্ধান্ত হলে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টা থেকে নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তারা ফ্যাসিস্টের দোসর, জেলা আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি আমিনুল হক শামীমকে গ্রেফতার ও তার মালিকানাধীন ইউনাইটেট সার্ভিসের সকল বাস বন্ধের দাবি জানান।

আরও পড়ুন-ময়মনসিংহে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

এ ঘটনায় ঝন্টু নামে একজনকে আটক করা হয়। সারারাত বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করা হলেও অনড় অবস্থানে থাকেন বৈষম্যবিরোধীরা।

ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ‘আবু রায়হানকে লাঞ্ছিতের বিচার, ফ্যাসিস্ট শামীম নিয়ন্ত্রিত ১৬ বাস বন্ধ, ম্যানেজারকে প্রত্যাহার এবং ফ্যাসিস্টের সকল দোসরকে চাকরিচ্যুত করার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।’

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘ঢাকা ময়মনসিংহ রুটে ইউনাইটেড সার্ভিসের ১৬ বাস বন্ধের সিদ্ধান্তে বৈষম্যবিরোধী এবং শ্রমিকদের চলা পালটাপালটি কর্মসূচি প্রত্যাহার হয়েছে। এতে পাঁচ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

সারাবাংলা/এইচআই

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ যান চলাচল সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর