Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহিদ ইয়ামিন একাদশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৯:১২

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহিদ ইয়ামিন একাদশের সদস্যদের ট্রফি নিয়ে উচ্ছ্বাস। ছবি: সারাবাংলা

বগুড়া: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও আকবরিয়া গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহিদ ইয়ামিন একাদশ। শনিবার (১১ অক্টোবর) ফাইনালে তারা শহিদ ওয়াসিম একাদশকে ৭৩ রানে হারায়।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে শহিদ ইয়ামিন একাদশ ৪৫ ওভারে ১৫০ রান সংগ্রহ করে। দলের হয়ে আফ্রিদি ৫৫ ও বাইজিদ ২৪ রান করেন। ওয়াসিম একাদশের বোলার শিহাব ১৪ রানে ৫ উইকেট নেন।

জবাবে ওয়াসিম একাদশ ৩১ ওভারে ৭৭ রানে অলআউট হয়। রসুল দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন। ইয়ামিন একাদশের আফ্রিদি ও ইয়াসিন ৩টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন আফ্রিদি, আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন শিহাব। শ্রেষ্ঠ ব্যাটসম্যানের পুরস্কার পান জিম।

বিজ্ঞাপন

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন।

চারটি দল নিয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেন ৬০ জন ক্রিকেটার। অংশগ্রহণকারী দলগুলো ছিল শহিদ ইয়ামিন একাদশ, শহিদ ওয়াসিম একাদশ, শহিদ মীর মুগ্ধ একাদশ ও শহিদ আবু সাঈদ একাদশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর