Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন, যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ২৩:২৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১০:০৮

বসতঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার মাদকাসক্ত যুবক রাজু। ছবি: সারাবাংলা

ফরিদপুর: জেলার নগরকান্দায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন রাজু ফকির (২৯) নামে এক মাদকাসক্ত যুবক। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সালিথা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজু ওই গ্রামের আজগার ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে বুঝানোর চেষ্টা করলেও কোনো ফল হয়নি। তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন। শনিবার সকালে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, ‘ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজু ফকিরের ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় মাদকাসক্তির প্রমাণ মেলে এবং রাজু নিজেও তা স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর