Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, কনসার্ট পণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ০০:০৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ০০:২৬

চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে কনসার্টের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি কনভেনশন সেন্টারে কনসার্টের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’র নামে স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। সংঘর্ষের মধ্যে মো. শরীফ (২৩) নামের গুলিবিদ্ধ এক তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খুলশী থানার জিইসি মোড়ে ‘জিইসি কনভেনশন সেন্টারে’ এ ঘটনা ঘটে।

জানা গেছে, কনভেনশন সেন্টারে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয়োজনে ‘ফান অ্যান্ড রক ফেস্ট’ কনসার্টের আয়োজন করা হয়েছিল। এজন্য সন্ধ্যা থেকেই সেখানে বিপুল দর্শকের সমাগম শুরু হয়। কনসার্ট শুরুর মুহূর্তে সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন

ব্যান্ড দল আর্টসেল এতে গান পরিবেশনের কথা ছিল। কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। তবে মাঝপথে সংঘর্ষের কারণে সেটি পণ্ড হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কনভেনশন সেন্টারের ভেতর কনসার্ট মঞ্চের সামনে দর্শকদের একাংশ ‘জয় বাংলা ও শেখ হাসিনা’ বলে স্লোগান দিচ্ছেন। এরপর সেখানে চিৎকার ও ব্যাপক ভাঙচুরের দৃশ্য দেখা যায়। পরে গোলাগুলির শব্দও শোনা যায়।

এর মধ্যে একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়তে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।

দর্শকদের কয়েকজন সাংবাদিকদের জানান, কনসার্টে উপস্থিত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এরপর সংঘর্ষ শুরু হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, গুলিবিদ্ধ একজনসহ আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নগরীর খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর জামান বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ভাঙচুর শেখ হাসিনা সংঘর্ষ স্লোগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর