Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক শুরু, হচ্ছে সরাসরি সম্প্রচার

সারাবাংলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৩:১৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) এই মামলার শেষ সাক্ষী (৫৪তম) তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

ঐতিহাসিক এই মামলায় গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহিদ আবু সাঈদের পিতাসহ অন্যান্য শহিদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানিতে অংশ নেন। এসময় অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি পরিচালনা করছেন। আর এই মামলায় গ্রেফতার হয়ে পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। পরবর্তীতে এই মামলায় তিনি রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন।

সারাবাংলা/ইআ

যুক্তিতর্ক শুরু সরাসরি সম্প্রচার