Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৫:৩২

জামাল্পুরে টিকা দিয়ে টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধন।

দেশের বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয় থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালেই এই ক্যাম্পেইনের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (স্হানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবার-পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক দিপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান, সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।

বিজ্ঞাপন

সিভিল সার্জন জানান, জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৭৭ হাজার ২৪৭ জন। আউটরিচ ৮৯৬টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে জেলার ৯২২টি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। এ টিকাদান কাজে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক সহায়তা করবেন। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভা এবং ইউনিয়নে টিকাদান ক্যাম্পেইন চলবে বলে তিনি জানান।

জামালপুর:

জামালপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এদিন সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পেইনটির উদ্বোধন হয়।

ক্যাম্পেইনটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।

এই ক্যাম্পেইনে ছয় মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশুদের বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হচ্ছে। এই ক্যাম্পটি প্রথম ১০ দিন স্কুল ও মাদরাসাগুলোতে অনুষ্ঠিত হবে। পরে আট দিন ইপিআই সেন্টারে টিকা দেওয়া হবে।

টিকা নিতে আগে জন্ম নিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। জেলার সাত উপজেলায় ছয় লাখ ৩৫ হাজার জনকে টিকা প্রদান করা হবে।

টাঙ্গাইল:

টাঙ্গাইলে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় জানানো হয়, জেলায় মোট চার হাজার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশুকে পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও অভিভাবকরা।

ফরিদপুর:

সারাদেশের ন্যায় ফরিদপুরেও মাসব্যাপী টাইফয়েড টিকা ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালি শেষে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে টিকা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) সুষ্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, টাইফয়েড জ্বর ও এর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে সকল শিশুকে টিকা কর্মসূচির আওতায় আনা প্রয়োজন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রতি বছর আট হাজার মানুষ দেশে মারা যায়। বেসরকারিভাবে এই টিকা দিতে হলে দুই হাজার টাকা লাগে। সরকারিভাবে এখন ফ্রি টিকা দেওয়া হচ্ছে।
নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। শিশুদেরকে কেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়।

ফরিদপুরের নয়টি উপজেলায় পাঁচ লাখ ২৭ হাজার ৯৮৮ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান শুরু হয়েছে।

রোববার সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।

সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌর এলাকায় ছয় লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে টিকার আওতায় আনা হয়েছে।

কুষ্টিয়া:

সারাদেশের মতো কুষ্টিয়াতেও শুরু হয়েছে জাতীয় টাইফয়েড কনজ্যুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কর্মসূচি।

রোববার সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলেমেয়েকে টিকাদানের আওতায় আনা হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা উল্লেখ করে তিনি বলেন, “এই টিকা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব।”

তিনি আরও বলেন, ‘এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। অভিভাবকরা ঘরে বসেই সন্তানদের নিবন্ধন করাতে পারেন।’ কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের নয় মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

 

হিলি:

সারাদেশের ন্যায় সীমান্তবর্তী হিলিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টায় বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে,সীমান্তবর্তী এই উপজেলার ২৬ হাজার ১৪৮ জন নয় মাস থেকে ১৫ বছর সকল বয়সী শিশুদের এসব টিকা দেওয়া হচ্ছে।

বান্দরবান:

বান্দরবানে প্রথমবারের মতো সরকারিভাবে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রোববার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস, এম, হাসান।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এ সময় রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে টাইফয়েড টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মাসব্যাপী এ ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে, আর এই টিকা গ্রহণের ফলে শিক্ষার্থীরা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকবে।

 

ময়মনসিংহ:

ময়মনসিংহে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে। আজ সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর গভ.ল্যাবরেটরী হাই স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

মাসব্যাপী এই ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টিকা দেওয়া হবে।

এ সময় পুলিশ সুপার কাজী আখতার উল আলম, সিভিল সার্জন ছাইফুল ইসলাম খান,
জেলা শিক্ষা কর্মকর্তা, নারী ও শিশু কর্মকর্তা, স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আগামী ১০ দিন স্কুল পর্যায়ে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে।

সারাবাংলা/এসডব্লিউ

ক্যাম্পেইনের উদ্বোধন টাইফয়েড টিকা টাইফয়েড টিকা প্রদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর