Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে জেলা জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৫:২২

নোয়াখালীতে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল।

নোয়াখালী: জুলাই জাতীয় সনদ এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবী বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা।

রোববার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

পাঁচ দফা দাবিতে উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নোয়াখালী -৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী -২ মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী -৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী -১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী -৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী -৬ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফ।

সমাবেশ পরিচালনা করেন, সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন মানিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গণি চৌধুরী মোহল, ডা. বোরহান উদ্দিন, অধ্যক্ষ নাজমুল হক শামিম, ফখরুল ইসলাম মিলনসহ প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ

নোয়াখালীতে জেলা জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর