ঢাকা: অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপি ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে দেওয়া হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় খেলাফত মজলিস ঢাকা জেলা সভাপতি মুফতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, মাওলানা কাজী ফিরোজ আহমদ সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, মাস্টার মল্লিক মুহাম্মদ কিতাব আলী, সহ সাধারণ সম্পাদক এইচ এম হুমাযুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরকার কাজী নেয়ামত উল্লাহ, এস এম সানাউল্লাহ, মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রমুখ।
খেলাফত মজলিসের স্মারকলিপিতে বলা হয়- জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার জনআকাঙ্খা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনদ-২০২৫ চূড়ান্ত করেছে, যা সকল পক্ষের স্বাক্ষরের অপেক্ষায় আছে। কিন্তু, জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর বাস্তবায়ন নিয়ে এক ধরণের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ফলে জনগণ আশাহত হচ্ছে। সার্বিক বিষয়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে স্মারকলিপির মাধ্যমে আপনার বরাবরে আমাদের দাবিসমূহ পেশ করছি:
অবিলম্বে জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেওয়া, ঘোষিত জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর ভিত্তিতেই ফেব্রুয়ারি ২০২৬’র জাতীয় নির্বাচন আয়োজন করা। জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে- ক. জুলাই জাতীয় সনদ- ২০২৫ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা। অথবা খ. জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির Proclamation তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন- পরিবর্ধন ছাড়াই সেগুলো Ratify (আনুষ্ঠানিক অনুমোদন) করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন-এ মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা।
পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচন করা। আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা। আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। অবৈধ অস্ত্র, পেশী শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।
ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়ে বের হয়ে ডিসি অফিসের সমানে মিডিয়ার সঙ্গে ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে স্মারকলিপিটি পড়ে শোনান খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। এসময় তিনি ৬ দফা দাবি আদায়ে খেলাফত মজলিস গৃহীত নতুন কর্মসূচী ঘোষণা করেন।
ঘোষিত নতুন কর্মসূচী হচ্ছে-১. আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় সদরে মানববন্ধন। ঢাকায় ১৪ অক্টোবর সকাল ১১টা-১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২. আগামী ১৫ অক্টোবর সারাদেশের সকল জেলা সদরে মানববন্ধন ।