Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি

সারাবাংলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ১৮:১৭

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’-উপলক্ষ্যে ফরিদপুর জেলায় রোববার (১২ অক্টোবর) দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর)  সকালে বর্ণাঢ্য র‌্যালি সরকারি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে শিশু অ্যাকাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিশু অ্যাকাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে গভর্ণর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম। গ্রাহকদের মধ্য থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন শতনীড়ের নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ক্যাম্পাস ক্যাফের স্বত্বাধিকারী তূর্য্য ও ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম মানসুর।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, অন্যান্য ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশার অংশীজন, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আগত অতিথিগণ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা-কিউ-আর অধিভুক্ত ১৭টি ব্যাংকের ২০টি স্টল পরিদর্শন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সকল লেনদেন ডিজিটাল করতে পারলে আমাদের নগদ টাকার প্রয়োজনীয়তা কমে যাবে এবং জীবনযাত্রা আরও সহজ হবে।’ তিনি সাধারণ মানুষের কাছে ক্যাশলেস বাংলাদেশ গড়ার বার্তা পৌছে দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

সারাবাংলা/এনজে

ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর