কুষ্টিয়া: জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিতকরণ এবং সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় শহরের কাস্টমস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন দলীয় নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, নায়েবে আমির আবদুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা ও শহর জামায়াতের নেতারা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ‘২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজও জুলাই সনদ ঘোষণা করা হয়নি। পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে। উন্নত দেশগুলো এই ব্যবস্থায় অগ্রসর হয়েছে, অথচ আমরা ৫৫ বছর ধরে এমন একটি পদ্ধতি অনুসরণ করছি যা দেশে স্বৈরশাসন ও ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে।’
তারা আরও বলেন, ‘গ্রুপিং, হানাহানি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।’