Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের সিঁড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২১:১৪

প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলা নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক আবুধাবি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুরাতে আবুধাবি যায়। সেখানে দুই মাস থাকার পর অসুস্থ হয়ে গত দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন।

রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, ‘সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বাহির হয়ে যায় তার স্বামী। এরপর আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করে নাই। দুপুরে মসজিদের সিঁড়িতে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

তরিকুল ইসলাম টিপন নামে এক যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমাম সাহেবের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সেই সময় সিঁড়িতে বশিরুলের ঝুলন্ত মরদেহ দেখে ইমাম সাহেবকে ফোনে জানায় এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।

মসজিদের সভাপতি মো: বশিরুল ইসলাম বলেন, ‘ঈমাম সাহেব আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে মরদেহ দেখে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সারাবাংলা/জিজি