ঢাকা: শিক্ষকদের রাস্তায় ফেলে যেভাবে পেটানো হয়েছে তা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ । রাজধানীর প্রেসক্লাব এলাকায় এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘ছত্রভঙ্গ’ করে দেওয়ার ঘটনায় এমন মন্তব্য করেছেন তিনি ।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি বলেন, শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দেওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির শহীদ মিনারে উপস্থিত হন। পরে হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা শিক্ষকদের সঙ্গে সংহতি জানান।
হাসনাত বলেন, আমাদের শিক্ষকরা তৃতীয়, চতুর্থ শ্রেণির জীবনযাপন করে, কিন্তু আমরা তাদের থেকে আশা করি, তারা দেশকে প্রথম শ্রেণির নাগরিক উপহার দেবে। বিদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা আর বাংলাদেশে সব সেক্টরে খাওয়া-দাওয়া শেষ হলে যে খাত থাকে, তা শিক্ষাখাত।
তিনি বলেন, ঢাকা শহরে তো না-ই, মফস্বলেও কোথাও ২৫০০ হাজার টাকায় বাসা ভাড়া হয় না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চলছে। এদিকে আমাদের শিক্ষকদের একটি সামাজিকতা রক্ষা করে চলতে হয়। কিন্তু আপনারা শিক্ষকদের পদে পদে নীরবভাবে অপদস্থ করে যাচ্ছেন।
হাসনাত বলেন, রাস্তার মধ্যে শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এর জন্য দ্রুত ক্ষমা চাইতে হবে। এছাড়া যাদেরকে গ্রেপ্তার করেছেন, সূর্য ডোবার আগে তাদের ছেড়ে দিন।