Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ০০:২৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ০৯:০৫

গ্রেফতার আসামি মো. ইমরান সরদার। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় মোট ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইমরান সরদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

রোববার (১২অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ইমরান সরদার মোরেলগঞ্জ উপজেরার উত্তর চিংড়াখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, খুলনা র‌্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি দলের সহযোগিতায় শনিবার (১২ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমরান সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান সরদার অস্ত্র মামলায় ১০ বছর এবং মাদক মামলায় ৫ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, গ্রেফতার ইমরান মোরেলগঞ্জ থানা হেফাজতে রয়েছে। সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।