Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে বিএনপির ‘ঘরে ঘরে, জনে জনে’ প্রচার শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৮:০৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৮:৩৫
প্রচার চালাচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি শুরু করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর এলাকার জালাসি এলাকা থেকে এ কর্মসূচির শুরু হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

প্রচারণায় তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ দিকগুলো জনগণের মাঝে তুলে ধরা হয়। এসব দফার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজি দমন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, কৃষি ও শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা চালুর প্রতিশ্রুতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে তাহলে যে কর্মসূচিগুলো পালন করব, তা আমাদের ৩১ দফাতে আছে এবং ১৮০ দিনের কর্মসূচি যা আছে সেগুলো বিশেষভাবে পঞ্চগড়ের মানুষের জন্য প্রযোজ্য। সেই অংশগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দিচ্ছি। প্রত্যেকের কাছে আমাদের যাওয়ার কারণটা হচ্ছে জাতীয়তাবাদী দলের কর্মসূচি জানানো, মানুষকে পরিচিত করা। যেন আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে, কোন কর্মসূচির পক্ষে তারা ভোট দেবে।’

এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর