Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ‘শাপলা’ প্রতীকের দাবি বাংলাদেশ কংগ্রেস’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ১৮:১৩ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

বাংলাদেশ কংগ্রেস

‎ঢাকা: শাপলা প্রতীকের দাবিতে যখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনড়, ঠিক এ মুহূতে দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ কংগ্রেস নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে অনুমোদন হলে, ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেস কমিশনকে অগ্রাধিকার ভিত্তিতে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ করার অনুরোধ জানিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলামের সই করা এ আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া হয়। ইসিতে দলটির দফতর সম্পাদক তুষার রহমান আবেদন পত্রটি জমা দেন।

বিজ্ঞাপন

‎ওই চিঠিতে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সকল নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হতো। তবে, ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে এটিকে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির এই আপত্তির পরিপ্রেক্ষিতে দলটি তাদের আবেদনে বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে যখন বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হয়, তখন তারা ‘বই’ প্রতীক দাবি করলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

আবেদনে বলা হয়, যেহেতু সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হচ্ছে এবং যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে বলে জানায় দলটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর