খুলনা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করে গণভোটে জনগণ যা রায় দেবে, রাজনৈতিক দলগুলোকে সেটি মেনে নিতে হবে। তিনি বলেন, ‘পিআর বুঝিনা- এটা কোনো রাজনৈতিক নেতার কথা হতে পারে না। জনগণ যদি পিআর চায়, আমরা মানবো; আর না চাইলে সেটিও মেনে নেব।’
সোমবার (১৩ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া বাজারে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই সনদের মধ্যে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটে জনমত যাচাই করা হোক। জনগণ পক্ষে মত দিলে সব রাজনৈতিক দলকে মানতে হবে।’
মিয়া গোলাম পরওয়ারের দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না। সেই কারণেই একটি রাজনৈতিক দল এই পদ্ধতি চায় না।
তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জুলাই জাতীয় ঘোষণাপত্র ও সনদ তৈরি হয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সনদে সংশোধনী সংযোজন করতে পারে। আমরা বরাবরই এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পক্ষে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন বন্ধ করে একটি দক্ষ পার্লামেন্ট গঠনই আমাদের লক্ষ্য।’
নির্বাচনকে ঘিরে জনগণের দাবির প্রতিফলন ঘটাতে জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। তার ভাষায়, ‘আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, ডুমুরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু তাহের, পশ্চিম শাখা সভাপতি শামিদুল হাসান লিমন, উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, জামায়াত নেতা আব্দুল গনি খান, শেখ জালাল উদ্দীন, শেখ মোসলেম উদ্দীন, হাফেজ মঈন উদদীন, আবদুল হান্নান, আবুল হোসেন, মাওলানা আব্দুস সোবহান, ফরিদ হোসেন, আবু সুফিয়ান, আলমগীর কবির, নাজমুল হোসেন প্রমুখ।