ঢাকা: দেশে ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস অর্থনীতি গঠনের লক্ষ্যে অপারেটরদের মধ্যে অর্থ লেনদেনের খরচ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে ব্যাংক থেকে মোবাইলে ১০০০ টাকা পাঠাতে গ্রাহকের কাছে থেকে ভ্যাটসহ সর্বোচ্চ চার্জ ১ টাকা ৫০ পয়সা নিতে পারবে ব্যাংক।
অন্যদিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মোবাইলে টাকা পাঠাতে খরচ হবে ২ টাকা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ নেওয়া যাবে। যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর করার কথা জানানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারঅপারেবল সেবার মাধ্যমে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর আগে শুধুমাত্র এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেন করা যেত। এখন সেই সুবিধার পরিধি বাড়িয়ে ব্যাংক টু এমএফএস এবং ব্যাংক টু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লেনদেনের সুযোগ তৈরি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, দেশে ক্যাশ (নগদ অর্থের) লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর লক্ষ্যে এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে অর্থ স্থানান্তরের এই সুযোগ চালু করা হয়েছে। এ ছাড়া ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক (প্রেরক) থেকে এই চার্জ আদায় করা হবে। এই চার্জ প্রেরক গ্রাহকের কাছ থেকে আদায় করা হবে। তবে প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না।
এ ছাড়া, ইন্টার-অপারেবল লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নির্ধারিত লেনদেন সীমা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া এনপিএসবি-এর আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগের নির্দেশনাই বহাল থাকবে।