খুলনা: স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় খুলনার রূপসা উপজেলার গৌরাঙ্গ বর্দ্ধন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাতে রূপসার কাজদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কাজদিয়া গ্রামের বাসিন্দা।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান সোমবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে বাগেরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামের মনোতোষ দত্তের কন্যা নুপুর দত্তের সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে গৌরাঙ্গ বর্দ্ধনের বিয়ে হয়। বিয়ের সময় কনের পক্ষ থেকে আসবাবপত্র, স্বর্ণালংকার ও অন্যান্য উপঢৌকনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল দেওয়া হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয়।
এরপর যৌতুকের দাবিতে শুরু হয় নির্যাতন। কয়েক বছর আগে প্রথমে ২ লাখ টাকা আদায় করা হয়। এরপর আরও দেড় লাখ টাকা দাবি করলে নুপুরের পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গৌরাঙ্গ তার স্ত্রী ও সন্তানকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
গত ৩ অক্টোবর আবারও যৌতুকের টাকা দাবি করে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ছেলে গোপীনাথ (১৪) বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে নির্যাতন বন্ধ হয়। ওইদিনই নুপুরের ভাইকে বাগেরহাট থেকে ডেকে এনে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এমনকি পরে গৌরাঙ্গ পরকীয়া প্রেমের সূত্র ধরে এক মহিলাকে (৪৫) ঘরে তুলে নিয়ে আসে। জানা যায় উক্ত মহিলার পূর্বে একাধিক বিবাহ ছিল।
ওসি মাহফুজুর রহমান বলেন, ‘মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।’