Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন যত দ্রুত হবে জামায়াত ততই উপকৃত হবে: বুলবুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২৩:১২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০১:১১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে জামায়াতে ইসলামী ততই উপকৃত হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না, করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘৫ দফা বাস্তবায়নের জন্য নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনো ৫ মাস সময় আছে। ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য একমাসই যথেষ্ট।’

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১০ আসনের রাজধানীর কাঁটাবন (বাটা সিগন্যাল) এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘৫ দফা বাস্তবায়ন না হলে পরবর্তী যারাই সরকার গঠন করবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করবে। একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা মূলত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে না। এ জন্য তারা অন্তবর্তীকালীন সরকারকে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সহযোগিতা করছে না।’

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করেনি। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই যোদ্ধারা। জুলাই সনদ বাস্তবায়িত হলে জাতি নতুন বাংলাদেশ পাবে। নতুবা জাতি বিপর্যস্ত হবে, আবারো বাংলাদেশ পথ হারাবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, ‘সব দলকেই অতীতে ভোট দিয়ে দেখা হয়েছে।’ একটি বার জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে তিনি ঢাকা-১০ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ঢাকা-১০ সংসদীয় এলাকাকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ-মাদক মুক্ত একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও নিউমার্কেট থানা আমির মাওলানা ফরিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও ধানমন্ডি থানা আমির হাফেজ রাশেদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের ঢাকা সিটি কলেজ শাখা সেক্রেটারি আব্দুর রহমান আকনান ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একরামুল হক প্রমুখ।

এ ছাড়াও সভায় ঢাকা-১০ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর সাংগঠনিক সকল থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে উপস্থিত নেতারা কাঁটাবন, এলিফ্যান্ট রোড, সাইন্সল্যাব এলাকার বিভিন্ন মার্কেট-দোকান মালিক ও কর্মচারী এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ করেন। এ সময় তারা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জসিম উদ্দিন সরকারকে সমথর্ন ও সহযোগিতার আহ্বান জানান।