Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুনীর্তিগ্রস্তদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১২:২৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:৪৩

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন নির্বাচনে দুনীর্তিগ্রস্ত ব্যাক্তিদের মনোনয়ন না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন বেচাকেনা বন্ধ করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) আয়োজিত কর্মশালায় সাংবাদিকরা। ছবি: সারাবাংলা

এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও ডিপ্লোম্যাটিক চ্যানেলে চেষ্টা চলছে। ভারত ন্যায় বিচার করলে তাকে ফিরে পাওয়া সহজ হবে।

বিজ্ঞাপন

এ সময় দুই উপদেষ্টার পিএ, এপিএর দুর্নীতির অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, বিসিবিতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, সরকার পরিবর্তন হলে শীর্ষ নেতাদের দুর্নীতির মামলা বাতিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

এ সময় আসামিদের জামিনের বিষয়ে আদালতকে সংবেদনশীল হওয়ারও আহ্বান জানান দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর