Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মাইক্রোবাসচাপায় দলিল লেখক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:২৯

দলিল লেখক আব্দুল হান্নান। ছবি কোলাজ: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় আব্দুল হান্নান (৫৮) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর সার্কিট হাউস এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান পাংশা উপজেলার সেনগ্রামের হারুন মাস্টারের ছেলে। তিনি পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করতেন।

নিহতের স্বজনরা বলেন, ‘আব্দুল হান্নান পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করতেন। কোনো এক কাজে তিনি রাজবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে এসেছিলেন। কাজ শেষে সার্কিট হাউসের সামনের সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

‘এ ঘটনায় আবদুল হান্নান গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভনাথ সৌরভ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।’

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ঘাতক মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর