ঢাকা: অবসরপ্রাপ্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিককে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন।
এই নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৯ জনে।
আফতাব হোসেন প্রামাণিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি গত ৩০ জানুয়ারি পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) পদে যোগদান করেন। পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিদেশে বিভিন্ন দূতাবাস এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন আফতাব হোসেন প্রামাণিক।