Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটগ্রহণের জন্য আমরা প্রস্তুত: চবি উপ-উপাচার্য

চবি করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২০:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২০:৫০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন। নির্বাচনের ভোটগ্রহণের জন্য প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপ-উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষার্থীরা এই নির্বাচন চেয়েছেন। আমরা শতভাগ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করতে চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু বুথ ছাড়া ক্যাম্পাসের সব জায়গায় সাংবাদিকদের অবাধ পদচারণা থাকবে। শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। শিক্ষার্থীরা নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। এটাই আমাদের আনন্দ। এমন একটা গণতান্ত্রিক পরিবেশ দেখে আমাদেরও ভালো লাগছে।’

প্রসঙ্গত, ১৯৭০ সালে চাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ সালে এবং ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসুর নির্বাচন হয়।

বিজ্ঞাপন

বিশ্বে বায়ু দূষণে দ্বিতীয় ঢাকা
১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৪

শৈত্যপ্রবাহ চলবে আরও ৫দিন
১৭ জানুয়ারি ২০২৬ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর