খুলনা: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মনির হাওলাদার ও হানিফ হাওলাদার।
স্থানীয়রা জানান, নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে তারা গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’