Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে আগুন লাগা গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনের লাইসেন্স ছিল না: ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২৩:৩৫

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। কিন্তু ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনের কোনো লাইসেন্স ও অনুমতি ছিল না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনের কর্তৃপক্ষকে আমরা এখনো খুঁজে পাইনি এবং কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এখনও। আর এখানে আসলে কতজন কর্মী ছিল সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। তবে কত সময় লাগবে সেটি বলা যাচ্ছে না। কেমিক্যাল গোডাউনে ৬ থেকে ৭ ধরনের কেমিক্যাল ছিল। তাই আগুন ধরার সঙ্গে সঙ্গেই দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনে গার্মেন্টসটির ১৬ জন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় তাদের চেহারা শনাক্ত করা যাচ্ছে। ডিএনএ এর মাধ্যমে শনাক্ত করতে হবে। গার্মেন্টসটির ছাদ মূলত টিনশেড ছিল। ছাদ ও গেট তালাবদ্ধ থাকায় ২য় এবং ৩য় তলায় লোকজন আটকে পড়ে। মরদেহগুলো ২য় এবং ৩য় তলা থেকে উদ্ধার করা হয়।

এর আগে, আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি কেমিক্যাল গোডাউন ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টিরও বেশি ইউনিট কাজ করে। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।