Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
জয়-পরাজয় মেনে নিতে রাজি— শিবির প্যানেলের জিএস প্রার্থী

চবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১০:৫৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১২:২৪

সাঈদ বিন হাবিব।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় বা পরাজয় যাইহোক না কেন তা মেনে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোট প্রদান শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পরিবেশ এখনো ভালো আছে। আমি ভোট দিয়েছি। দীর্ঘ ৩৬ বছর পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে চাকসু বাস্তবায়ন হবে। চাকসুতে নির্বাচিত হলে আমরা ১২ মাসে ৩৩টি কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করব। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব।’

বিজ্ঞাপন

জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। জয় হোক বা পরাজয়, তা আমরা মেনে নেব। নির্বাচনে যারাই জয়ী হন, তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর