ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবারের (১৪ অক্টোবর) এই হামলাটি গত এক মাসের মধ্যে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পঞ্চম হামলা, যেখানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, মঙ্গলবার সকালে ভেনেজুয়েলার উপকূলে একটি জাহাজে বিমান হামলা চালানো হয়েছে। জাহাজটি মাদক পাচারের সঙ্গে জড়িত বলে দাবি জানান তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘হামলায় ওই জাহাজে থাকা ছয়জন নরকো-সন্ত্রাসী নিহত হয়েছে। কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।’
তবে ট্রাম্প তার দাবি সমর্থনে কোনো প্রমাণ দেননি। তিনি কেবল একটি অপ্রকাশিত ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় একটি ছোট নৌকা সমুদ্রে ভাসছে, এরপর মার্কিন ক্ষেপণাস্ত্র সেটিতে আঘাত হানে।
এটি ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের পঞ্চম বিমান হামলা। প্রথম হামলাটি ঘটে ২ সেপ্টেম্বর, যেখানে ১১ জন নিহত হয়। এরপর ১৫ ও ১৯ সেপ্টেম্বরের দুটি হামলায় মারা যান আরও ৬ জন। ৩ অক্টোবর চতুর্থ হামলায় ৪ জন নিহত হন। মঙ্গলবারের হামলায় আরও ৬ জনের মৃত্যুর পর মোট নিহতের সংখ্যা ২৭।