Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ শিবির-ছাত্রদল প্রার্থীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৩:৫০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৩১

ভোটকেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের লাইন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্রশিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরুর প্রায় দুই ঘণ্টা পর উভয় প্যানেলের নেতৃত্বদাতা প্রার্থীরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘সকল প্রার্থী এবং ভোটার সবার কাছে আইডি কার্ড আছে। এর বাইরে নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে কোনো প্রার্থী চাইলে তারা সেখানে কিছু পর্যবেক্ষক রাখতে পারবে। পর্যবেক্ষদেরও কার্ড আছে। আমরা লক্ষ্য করেছি, কোনো ধরনের কার্ড ছাড়া কিছু লোক যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই কার্ড ছাড়া কেউ ঢুকে যেন কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। আশা করি নির্বাচন কমিশন দ্রুতই ব্যবস্থা নেবে। আমি বলতে চাই কোনোভাবেই বহিরাগত প্রবেশ যেন না হয়।’

বিজ্ঞাপন

ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতেও সংবাদ সম্মেলনে আমরা বহিরাগতদের বিষয়ে বলেছি। আমরা বলেছি, যার বৈধ পাস নেই সে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক বৈধ পাস ছাড়া যেন কেউ বিশ্ববিদ্যালয়ে না আসতে পারে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন। কোনো বহিরাগত আসলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর