ঢাকা: জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান ঘিরে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে ১৭ অক্টোবরের অনুষ্ঠানের বাস্তবায়ন সন্দেহজনক হয়ে উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এই পরিস্থিতি মোকাবিলায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। তিনি ইতালি সফর শেষে আজ সকালেই ঢাকায় ফিরে কমিশন সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দলের কাছে জুলাই সনদ সই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়। তবে চূড়ান্ত সনদে বাস্তবায়ন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় বেশ কয়েকটি দল আপত্তি জানিয়েছে।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হলে তারা সই করবেন না। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনসহ আরও পাঁচটি ইসলামপন্থী দলও একই অবস্থান নিয়েছে।
বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ ও বাসদ (মার্কসবাদী) জানিয়েছে, সনদে ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত থাকায় তারা সই করবে না। গণফোরামও এখনো সনদে সই না করার বিষয়ে ভাবছে। গণতন্ত্র মঞ্চের কয়েকটি দলও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি।
আজ সন্ধ্যার জরুরি বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন সকল পক্ষের মতামত শোনার মাধ্যমে পরিস্থিতি নিরসনের চেষ্টা করবে বলে জানা গেছে।