Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি আয়না ঘরে ছিলাম: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:৫১

কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনীত প্রার্থী আমীর হামজা। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম, এ যে কতো কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়না ঘর আবার ফিরে আসবে এটা আমরা মেনে নেব না। আয়না ঘর ফিরে আসবে না এই জন্যই আমাদের এই পাঁচ দফা।’

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যে সব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াত ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে যদি গরিমসি করে, তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অনান্য বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরী হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেইসঙ্গে জুলাই সনদ ঘোষণা করে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক,জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এসময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমীর এনামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর