Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বচ্ছ নির্বাচন ও এআই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:০৯

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

‎ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আরও স্বচ্ছ ও প্রযুক্তিগত নিরাপত্তায় সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ‎বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এ সময় অস্ট্রেলিয়ার মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন উল্লেখ করে আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতি, পরিচালনা প্রক্রিয়া এবং দিনভিত্তিক চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছেন। একই সঙ্গে তাদের অভিজ্ঞতাও আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

‎তিনি আরও বলেন, ‘আলোচনায় আমরা প্রযুক্তির অপব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তথ্য বিকৃতি, ভুয়া সংবাদ প্রচার ও তথ্যের অপব্যবহার ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেছি। এই সমস্যা শুধু আমাদের নয়, তাদের দেশেও বিদ্যমান। ইসি ইতোমধ্যেই এসব বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।’

বিজ্ঞাপন

‎সচিব জানান, বর্তমানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহায়তায় ইসির একটি প্রকল্প ‘ব্যালট’ পরিচালিত হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া সহযোগিতা করছে। ‘ওনারা বলেছেন, প্রয়োজনে ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার বিষয়টিও বিবেচনা করবেন,’ যোগ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব স্পষ্টভাবে বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। কোনো রাজনৈতিক এজেন্ডা বা ইস্যু নিয়ে আলোচনা হয়নি। কেবল নির্বাচন পরিচালনা, প্রযুক্তি ব্যবহারের নীতি এবং অভিজ্ঞতা বিনিময়ই ছিল আলোচনার মূল বিষয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর