রাজধানীর মিরপুরের রূপনগরে আনোয়ার গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় ২৭ ঘণ্টা পর। আগুনে এ পর্যন্ত ১৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, আগুন লাগা ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনের কোনো সরকারি অনুমোদন ছিল না। ছিল না পর্যান্ত আগুন নির্বাপন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। এভাবেই যত্রতত্র গড়ে ওঠা পোশাক কারখানাগুলো যেন একেকটা মৃত্যুকূপ। যেখানে প্রতিনিয়ত পুড়ে মরে মানুষ ও মানবতা। গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ড ও মানুষের আহাজারির ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।