Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত বিএনপি নেতার চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:২৭

মতিন কাজীর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মতিন কাজীর ওপর গত ১৩ অক্টোবর দুপুরে গোহাইল স্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে মতিন কাজী নিউরো সার্জন ডাঃ সুশান্ত সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মতিন কাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, আনোয়ার সাদাত সোহাগ, রুহুল আমিন সুমন, শহর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলী আরমান খান সিহাব, রাফসান প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর