Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৮:৩২

এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন। ছবি: সারাবাংলা

নরসিংদী: ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলার সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এতে অংশ নেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নকশিস-এর (নরসিংদী কলেজ শিক্ষক সমিতি) সভাপতি মশিউর রহমান মৃধা। এ সময় আরও বক্তব্য দেন নকশিস-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ পাঠানসহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

বক্তারা বলেন, ‘শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদের ওপর পুলিশের এই হামলা কেনো? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে শিক্ষা দিয়ে পুলিশ বানিয়েছেন যে শিক্ষক তাদেরই ওপর আজ পুলিশের হামলা। এই নির্মম দৃশ্য শুধু বাংলাদেশেই সম্ভব হয়েছে। পুলিশকে দ্রুত এই ঘটনার জন্য সকল শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে পুলিশের সন্তানদের পড়ানোর জন্য কোনো শিক্ষক খোঁজে পাবেন না।’

বিজ্ঞাপন

সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘শিক্ষকদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিন। তা না হলে চব্বিশে যেমন ছাত্রদের পাশে থেকে শিক্ষক সমাজ গণঅভ্যুত্থান ঘটিয়েছে, দরকার হয়ে ছাত্রদের নিয়ে পুনরায় বিপ্লব ঘটাবে শিক্ষকরা।’

বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর