Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ১৫ দিনে ৫৬ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:০৬

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ১৫ দিনে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৭৩ জন।

এ ছাড়া ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে আরও ৭৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৯৭ ও নারী ২৬১ জন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮, ঢাকা উত্তর সিটিতে ১০২, ঢাকা দক্ষিণ সিটিতে ১০০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৫৭ হাজার ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৪২ জনের।

এর আগে, মঙ্গলবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

হাসান হাফিজ: কবিতার শাহজাদা
১৫ অক্টোবর ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর