চট্টগ্রাম ব্যুরো: কিছু ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেছে বামধারার শিক্ষার্থীদের প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’। ভোটগ্রহণকে কেন্দ্র করে ওঠা নানা অনিয়মের বিচার ও তদন্ত দাবি করেছেন এই প্যানেলের প্রার্থীরা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করা হয়েছে।
প্যানেলের ভিপি পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখনো সেই প্রক্রিয়া চলমান। দীর্ঘ ১৫ বছর ধরে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং, আমরা প্রত্যাশা করেছিলাম, এতদিন পর আমাদের যে জেনারেশন প্রথমবারের মতো ভোট দিচ্ছে, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তারা যাতে কোনো ধরনের অসুবিধা ছাড়া, অস্থিতিশীলতা ছাড়া তাদের ভোট প্রক্রিয়াটা আসলে তারা সম্পন্ন করতে পারে।’
‘দীর্ঘদিন ধরে ভোট না দেওয়ার দরুণ বা দিতে না পারার দরুণ আমাদের মধ্যে ভোটের ব্যাপারে যে অবিশ্বাসের জন্ম হয়েছিল, দীর্ঘ ৩৫ বছর পর আজকের যে নির্বাচন, সেই নির্বাচনে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছিলাম। আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন ছিল এবং একটি ঐতিহাসিক দিন হতে পারত। সকালে শিক্ষার্থীদের মধ্যে আমরা যে আগ্রহটা দেখেছিলাম, সে আগ্রহ আমাদের আনন্দিত করেছে। কিন্তু দুপুরের পরে বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেগুলো এই নির্বাচনকে নানাভাবে কলঙ্কিত করেছে।’
ধ্রুব বলেন, ‘আমরা দেখছি যে, এখানে ভোটের সময়ে যে কালি আমাদের আঙুলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটি একটি মোচনীয় কালি। অর্থাৎ, এখানে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে না। দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই এই কালি মুছে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে যখন ভোট নেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, সেখানে ভোটারদের সিগনেচার নেওয়া হচ্ছে না। যে কারণে একই ব্যক্তির একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আমরা মনে করছি তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।’
এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৫৩ নম্বর কক্ষে একই আইডি দিয়ে দুইবার ভোটদান, নতুন কলা ভবনের একটি কক্ষে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া, নতুন কলা ভবনের এলইডি ডিসপ্লে ভেঙে ফেলা, ভোট গণনার সময় পোলিং এজেন্টদেরকে থাকতে না দেওয়ার হুমকির অভিযোগও করা হয়েছে সংবাদ সম্মেলনে।
তবে বিভিন্ন অভিযোগ তুললেও বৈচিত্র্যের ঐক্য প্যানেল ভোট বর্জন করছে না বলে জানিয়েছেন ধ্রুব বড়ুয়া।