Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
বহিরাগত ঠেকাতে ব্যর্থতা ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ শিবিরের

চবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২০:৪৮

চাকসু ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে বহিরাগতদের ঠেকাতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে চাকসু ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে প্যানেলের প্রার্থীরা এ অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন রনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকের সঙ্গে বহিরাগতদের দেখা গেছে। অথচ পরিচয়পত্র ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কথা নয়। প্রশাসন বহিরাগতদের আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিজ্ঞাপন

আচরণবিধি লঙ্ঘন করার পরও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি পক্ষপাতের অভিযোগ তোলেন।

ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘হাতের কালি অমোচনীয় হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এ কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন এ বিষয়ে আরও সচেতন হতে পারতেন।’ তিনি বলেন, ‘প্রকৌশল অনুষদ ভবনে প্রিজাইডিং কর্মকর্তার সই ছাড়াই ১০ থেকে ১৫ টি ব্যালট দেওয়ার অভিযোগ উঠেছে। অসতর্কতার কারণে এমনটি হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই অসতর্কতার কারণে প্রিজাইডিং কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর