Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুকুল ফৌজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতনের মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৮

অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যারের মূর‌্যালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

ময়মনসিংহ: যথাযোগ্য মর্যাদায় শিক্ষা-সংস্কৃতি নগরী ময়মনসিংহে মুকুল ফৌজের প্রতিষ্ঠাতা ক্রীড়ানক-সংগঠক অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যারের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা মুকুল ফৌজ আয়োজিত কর্মসূচিতে নগরীর মহারাজা রোডে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যারের মূর‌্যালে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠন সদস্য সচিব নারায়ণ চন্দ্র দাশ, স্কুল প্রধান শিক্ষক মো. শামসুল আলমসহ শিক্ষক-শির্ক্ষাথী ও সংগঠন সদস্যরা।

বিকেলে স্কুল মিলনায়তনে প্রয়াত অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যারের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা ও দোয়া করা হয়। পরে স্কুলের চর্তুথ শ্রেনির কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন স্যারের ছাত্ররা আজ দেশ বিদেশে ছড়িয়ে আছে। তারাও আজ স্মরণ করে এই কীর্তিমানকে হৃদয়ে শ্রদ্ধাসীনে রেখেছেন।

শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়ানৈপুণ্যে মুকুল ফৌজের বিকল্প ছিল না। আজ তা শুধুই স্মৃতি-ইতিহাস। তবে আমীর আহাম্মদ চৌধুরী রবেন আজীবন।

বিজ্ঞাপন

মোদি-পুতিন বৈঠক: কে কী পেল
৬ ডিসেম্বর ২০২৫ ০০:৫৬

আরো

সম্পর্কিত খবর