Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইর সার্বিক সূচকে যুক্ত হয়নি নতুন সিকিউরিটিজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২০:২২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২১:২৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রতি তিন মাস পরপর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সমন্বয় করা হয়ে থাকে। কিন্তু এবার চলতি বছরের ত্রৈমাসিক প্রান্তিকে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও এসএমই প্ল্যাফর্মের সূচক ডিএসএমইএক্সে নতুন কোনো সিকিউরিটিজ যুক্ত হয়নি। গত এক বছরে নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় এমনটি ঘটেছে।

বুধবার (১৫ অক্টোবর) ডিএসইর জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অক্টোবর পর্যন্ত আইপিও সংযোজনের জন্য ডিএসই বাংলাদেশ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) এবং ডিএসই এসএমই গ্রোথ ইনডেক্স (ডিএসএমইএক্স) এর ত্রৈমাসিক পর্যালোচনার সময় নতুন সিকিউরিটিজের কোনো তালিকা পাওয়া যায়নি। তাই ডিএসইএক্স এবং ডিএসএমইএক্স এর বিদ্যমান উপাদান তালিকায় কোনো সংযোজন হবে না।

বিজ্ঞাপন

ডিএসইএক্স এবং ডিএসএমইএক্স সূচকে নতুন কোম্পানি যুক্ত করার প্রধান ভিত্তি হলো- নির্দিষ্ট সময়ে নতুন আইপিও’র মাধ্যমে মূল বোর্ড বা এসএমই বোর্ডে তালিকাভুক্তি। ফলে নতুন কোনো কোম্পানির আগমন না ঘটায় বিদ্যমান সূচকের তালিকায় নতুন করে কোনো সংযোজন হচ্ছে না।

বিশ্বজুড়ে পুঁজিবাজারে সূচকগুলো নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনা বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূচকে অন্তর্ভুক্তি বা অপসারণের বিষয়টি মূলত বাজারের গতিশীলতা, কোম্পানির বাজার মূলধন, তারল্য এবং অন্যান্য নির্দিষ্ট শর্তের ওপর নির্ভর করে।

ডিএসইএক্স ডিএসই’র প্রধান সূচক, যা বাজারে লেনদেন হওয়া অধিকাংশ বড় ও মাঝারি মূলধনী কোম্পানির প্রতিনিধিত্ব করে। এই সূচকের স্থিতিশীলতা সার্বিক পুঁজিবাজারের অবস্থা নির্দেশ করে।

ডিএসএমইএক্স ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কোম্পানিগুলোর জন্য তৈরি একটি বিশেষায়িত সূচক, যা এই উদীয়মান খাতটির পারফরম্যান্স তুলে ধরে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর