চট্টগ্রাম ব্যুরো: হাটহাজারী উপজেলায় ছুরিকাঘাতে আহত ছাত্রদলের কর্মী মুহাম্মদ তানিম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় এর আগে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিহত হন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তানিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে একদল যুবক অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা অপু দাশ। রাতে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অপু দাশ (৩০) চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং বাড়ি চৌধুরীহাট এলাকায়। প্রকাশ্যে হামলা চালিয়ে ছুরিকাঘাত করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।