Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

চবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২০:৫৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২২:১৫

ভোট দিতে আসা শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ তথ্য দেন। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘এখনো পর্যন্ত আমাদের কাছে সব কেন্দ্রের তথ্য আসেনি। তবে সার্বিকভাবে বলা যায়, প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ৬৭ দশমিক ১৭ শতাংশ, আইটি ভবনে ৭২ শতাংশ এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯ শতাংশ ভোটারের ভোট পড়েছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘মোট ভোটারের ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়।’

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে এর মধ্যে ছাত্র ভোটার ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন। তাদের ভোটে এক বছরের জন্য গঠিত হবে ২৬ সদস্যের কেন্দ্রীয় সংসদ। একই মেয়াদে ১৪টি হল ও একটি হোস্টেলেও গঠিত হচ্ছে সংসদ। আর চাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হবেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিনেটের সদস্য।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর