চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। গণনা শেষ ফলাফলের জন্য অপেক্ষা করছেন পার্থী ও ভোটাররা। বুধবার (১৫ অক্টোবর) বিকাল সোয়া পাঁচটা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে জানা যায়।
চাকসু নির্বাচনের ভোটগ্রহণ পাঁচটি অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়। সবগুলো অনুষদ ভবনেই ভোট গণনার ক্ষেত্রে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন। তবে ফলাফল প্রকাশের সঠিক সময় জানা যায়নি।
জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক আমির মোহাম্মদ নসরুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘ভোট গণনা চলছে। এখনই ফলাফল প্রকাশের সঠিক সময় জানা যাচ্ছে না। তবে আমরা আশা করছি আজ রাতেই ফলাফল প্রকাশ করতে পারব।’