Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের ভিপি প্রার্থীর অভিযোগ
কমিশনাররা চাকসু নির্বাচনকে কলঙ্কিত করেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২১:১৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০০:২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বিভিন্ন অনিয়ম নিয়ে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা না নিয়ে ‘নির্বাচন কমিশনাররা’ ৩৫ বছর অনুষ্ঠিত চাকসু নির্বাচনকে কলঙ্কিত অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনার এই নির্বাচনে কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। বারবার অভিযোগ দেওয়ার পরেও অসহায়ত্ব দেখিয়েছেন, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমরা মনে করি, উনাদের জবাবদিহির আওতায় আনা উচিত।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের আশ্বস্ত করা হয়েছিল, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন এলইডি স্ক্রিন থাকবে। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা দেখেছি যেখানে অন্য প্রার্থীরা ঢুকতে পারেননি, সেখানে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার প্রার্থীরা গিয়ে প্রচারণা চালিয়েছেন। আমরা বারবার অভিযোগ জানানোর পরেও নির্বাচন কমিশনার ব্যবস্থা নেননি।’

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন তাদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ করে বলেন, ‘এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর