Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণে সরকারের প্রশংসনীয় উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২১:২১

ঢাকা: ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিদ্যমান আইন বাস্তবায়নে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এমন উদ্যোগকে সরকারের ইতিবাচক মানসিকতারই বহিঃপ্রকাশ বলছে তামাক বিরোধী সংগঠনগুলো।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন এর নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রগুলোতে বিজ্ঞাপন অপসারণ অভিযান পরিচালিত হয়। এসময় দোকান মালিক ও সাধারণ জনগণকে তামাক নিয়ন্ত্রণ আইন ও এই আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এই সংশ্লিষ্ট লিফলেট বিতরণ করা হয় এবং বিক্রয়কেন্দ্রগুলোতে নো-স্মোকিং সাইনেজ লাগানো হয়।

বিজ্ঞাপন

ওই অভিযানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবা জেসমিন ও তামাক বিরোধী জোটের প্রতিনিধি কৃষ্ণা বসু, কানিজ ফাতেমা রুশি এবং মো. শাওন মিয়া । বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে তথ্য প্রদান ও সার্বিক কারিগরি সহযোগিতা দেওয়া হয়। অভিযান শেষে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন তামাক নিয়ন্ত্রণে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তামাক বিরোধী জোটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধের বিধান থাকলেও তামাক কোম্পানিগুলো আইন লঙ্ঘন করে সারাদেশে বিজ্ঞাপন ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রেখেছে। যা সরকারের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে বাঁধাগ্রস্থ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর