ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ অক্টোবর) রাতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমেরিকায় আমাদের চারটি মিশন অফিসে এনআইডি নিবন্ধনের কার্যক্রম সফলভাবে চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে ১০ জন প্রবাসীর কার্ড এখান থেকেই প্রসেস করে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন হলো।’
এখন থেকে যুক্তরাষ্ট্রে বসেই প্রবাসীরা ভোটার নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত সেবা নিতে পারবেন। মহাপরিচালক আরও বলেন, ‘যারা আমেরিকা থেকে ভোটার হতে চান বা এনআইডির সেবা নিতে চান, তাদের জন্য আর কোনো বাধা থাকল না। প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই তারা নিয়মিত এ সেবা পাবেন।’
এর আগে ইসি ৪০টি দেশে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বর্তমানে ১১টি দেশে (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র) ১৭টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসির তথ্যমতে, এসব দেশে এখন পর্যন্ত ১৪ হাজার এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও ধীরে ধীরে দেশের নাগরিক সেবার আওতায় আসছেন।