Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২৩:৫৫

নিহত ইমান আলীর মরদেহ

পাবনা: পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের দুইদিন পর ভ্যানচালক ইমান আলী প্রারামানিকের (৫৪) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধায় পাবনা সুগার মিলের পার্শ্ববর্তী রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ইমান আলী মনসিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল প্রারামানিকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নিহত ইমান আলী প্রারামানিক সোমবার দিবাগত রাতে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। কিন্তু রাত গভীর হলেও না ফেরায় পরিবারের লোকজন অনেক খুঁজেও তাকে না পেয়ে গতকাল ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম আব্দুন নূর জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর