Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিএনপির ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০০:৫১

যোগদান করা নেতাদের বরণ করে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে একযোগে ৩৫৭ জন নেতাকর্মী যোগদান করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সভা ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে জামায়াতে ইসলামীতে বরণ করে নেন জেলা আমির ও অন্যান্য নেতারা।

‎যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা বলেন, ‘আমরা এতদিন না জেনে ভুল পথে ছিলাম। বিএনপি মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কিন্তু জামায়াতে ইসলামী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। তাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আমাদের জীবনকে আল্লার রাস্তায় বিলিয়ে দিতে চাই। মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে অবিচল থাকতে পারি, এ জন্যই জামায়াতে যোগদান করেছি।’

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজী বা বেকারত্ব—থাকবে ন্যায়, ইনসাফ ও সততার শাসন।’

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক প্রমুখ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর