Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০০:১৬

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। ছবি কোলাজ: সারাবাংলা

বগুড়া: বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জসহ (ওসি) তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কর্মকর্তারা হলেন- বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার, ডিবির ইন্সপেক্টর রাকিব হোসেন এবং এসআই মোহাম্মদ ফজলুল হক।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে আরআরএফ রাজশাহীতে তাদের সংযুক্ত (ক্লোজ) করা হলো। এ ছাড়াও তাদেরকে আরআরএফ রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র দেওয়ার জন্য বলা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, তিন কর্মকর্তার রাজশাহী রেঞ্জে সংযুক্ত হওয়ার আদেশ কপি পাওয়া গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর