Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০৮:৩৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:৪১

ছবি: সারাবাংলা

ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমান পরীক্ষার ফলাফল আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড।

সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

যেভাবে জানা যাবে ফলাফল- 

অনলাইনে: শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd

বোর্ড ও প্রতিষ্ঠান কোড (EIIN) দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

এসএমএসে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
HSC <space> Board <space> Roll <space> Year

যেমন- HSC DHA 123456 2025 পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ১৯ আগস্ট এবং শেষ হয় একই মাসে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর