২০ দলের মধ্যে ১৭টি দল নিশ্চিত করেছিল টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা। শেষ ৩ স্পটের জন্য লড়াইটা চলছে জমজমাট। বাছাইপর্বের বাধা পেরিয়ে আরও দুই দেশ নিশ্চিত করল ২০২৬ টি-২০ বিশ্বকাপে খেলা। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে নেপাল ও ওমান।
২০২৬ আসরের বাছাইপর্বে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ আছে ৩টি জায়গা। ওমানের আল আমেরাতে ৯টি দল নিয়ে আঞ্চলিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু হয় গত ৮ অক্টোবর। গ্রুপ পর্ব পেরিয়ে ৬টি দল বর্তমানে সুপার সিক্স খেলছে।
৬ দলের এই লড়াইয়ে সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৭৭ রানের জয় নেপাল ও ওমানের বিশ্বকাপ নিশ্চিত করে। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের ওপরের দিকে আছে। সামোয়াকে হারানো আমিরাতের পয়েন্ট ৪ ম্যাচে ৪।
অন্য তিনটি দলের মধ্যে জাপান ও কাতারের পয়েন্ট ২ করে, সামোয়ার ০। নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষে তিনে থাকা নিশ্চিত। আর তাই দুই ম্যাচ হাতে থাকতেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার দেশ দুটি। তৃতীয় জায়গাটির জন্য লড়াই এখন আরব আমিরাত ও জাপানের।
২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল ভারত ও শ্রীলংকা। ২০২৪ আসরের শীর্ষ ৭ দল (ভারত, শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাকি ৮টি জায়গা বরাদ্দ বাছাইপর্বের জন্য। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। সব মিলিয়ে ১৯টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। জায়গা বাকি আছে আর মাত্র একটি।